Wellcome to National Portal

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মিঠাপুকুর, রংপুর এর তথ্য বাতায়নে আপনাকে  স্বাগতম। আপনার গবাদি পশু ও হাঁস-মুরগিকে নিয়মিত টিকা প্রদান সহ কৃমিনাশক ঔষধ প্রয়োগ করুন এবং সুষম খাদ্য দিন। ডাঃ মোঃ আলতাব হোসেন (উপজেলা প্রাণিসম্পদ অফিসার)

Main Comtent Skiped

lumpy
লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের একমাত্র চিকিৎসা এল এসডি রোগের চিকিৎসা এবং প্রতিরোধচিকিৎসা : • যেহেতু ভাইরাস দ্বারা এ রোগ সৃষ্টি হয় কাজেই কোন এন্টিবায়োটিক এ রোগে কোন কাজ করে না, উপরন্তু এন্টিবায়োটিক এবং ব্যাথার ঔষধ ব্যবহারের ফলে প্রাণি দুর্বল হয়ে পড়ে।১. প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য: ভাইরো-এম পাউডার ১০ গ্রাম+প্যারাসিটামল ট্যাবলেট- ১ টি এক পোয়া পানিতে একত্রে মিশ্রিত করে সকাল বিকাল দিনে ২ বার ৭ পরপর দিন খাওয়াবেন।অথবাপ্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য: প্যারাসিটামল ট্যাবলেট- ২টি, খাবার সোডা – ২০ গ্রাম, নিমপাতা বাটা-২০ গ্রাম, গুড়-২৫ গ্রাম আধা লিটার পানিতে একত্রে মিশ্রিত করে সকাল বিকাল ১ পোয়া করে দিনে ২ বার ৭দিন খাওয়াবেন।২. অটোহেমোথেরাপি-আক্রান্ত গরুর শিরা হতে ১০ মিলি রক্ত নিয়ে ৩ দিন পরপর ৭ দিন মাংসে ইঞ্জেকশন দিবেন।