Wellcome to National Portal

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মিঠাপুকুর, রংপুর এর তথ্য বাতায়নে আপনাকে  স্বাগতম। আপনার গবাদি পশু ও হাঁস-মুরগিকে নিয়মিত টিকা প্রদান সহ কৃমিনাশক ঔষধ প্রয়োগ করুন এবং সুষম খাদ্য দিন। ডাঃ মোঃ আলতাব হোসেন (উপজেলা প্রাণিসম্পদ অফিসার)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

১/ সেবা সহজীকরনের উদ্দ্যেশে সেবা কর্নার তৈরি করা

২/ অফিস ডেকোরেশন

৩/ ই- নথি, ই ফাইলিং চালুকরন

৪/ তরল সিমেন পয়েন্টগুলোকে হিমায়িত সিমেনে পরিনত করা

 
অন্যন্য পরিকল্পনা সমুহঃ
  1. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাজার ব্যবস্থার সংযোগ জোরদারকরণ, পণ্যের বহুমূখীকরণ, নিরাপদ ও মানসম্মত উৎপাদন ব্যবস্থার প্রচলন করা হবে।
  2. গবাদি পশু-পাখির রোগ নিয়ন্ত্রণ ও নজরদারি , চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং রোগ অনুসন্ধান গবেষণাগার আধুনিকীকরণ করা হবে।
  3. দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে কৃত্রিম প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ অব্যাহত রাখা হবে।
  4. প্রাণিপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ, খাদ্য প্রক্রিয়াজতকরণ প্রযুক্তির প্রসার, টিএমআর প্রযুক্তির প্রচলন, ঘাসের বাজার সম্প্রসারণ ও পশুখাদ্যের মান নিশ্চিতকরণে নমুনা পরীক্ষা কার্যক্রম জোরদার করা হবে।
  5. খামারির সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও উঠান বৈঠক কার্যক্রম জোরদারসহ প্রাণিসম্পদ সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালার অনুসরণে মোবাইল কোর্টের আওতা বৃদ্ধি করা হবে।